প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:২০ অপরাহ্ন
চাঁদপুরের মতলব উত্তরে ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের অভিযানে জব্দকৃত ৬ টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মোহনপুর লঞ্চ ঘাটের উত্তর পাশের খালের পাড়ে (বেড়িবাঁধ এর নিচে) জব্দকৃত নৌকা নিলামে বিক্রির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।
নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী, মৎস্যজীবী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জেলেগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা টাস্কফোর্স ৬ মাছ ধরার নৌকা জব্দ করা হয়। যা আজকে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলামকৃত ৪৫ হাজার ৯শত টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়।