মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে আদালতে হট্টগোল : আইনজীবীকে কুপিয়ে হত্যা   
ট্রাম্পের জয়ে বাড়ছে ডলার-বিটকয়েনের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। এদিকে তার এই জয়ের খবরে বিশ্ববাজারে বেড়েছে ডলার ও কিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডলার ও কিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে। যা আট বছরের মধ্যে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি এবং বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্প জয়লাভে শেয়ার ও মুদ্রাবাজারে যা ঘটল।

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।

২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।

৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।

৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

যে কারণে বিটকয়েনের দাম বাড়ছে

কিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরস্পর বিরোধী। বাইডেন বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে দমন-পীড়ন চালালেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) প্রধান গ্যারি জেনসলারকে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দেন। গ্যারি জেনসলার বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft