প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর ঘটনার মামলায় পুলিশ অভিযান চালিয়ে জালাল ভূঁঞা নামে একজনকে গ্রেফতার করেছে।
আজ সোমবার(২৫ নভেম্বর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এর আগে গতকাল রোববার(২৪ নভেম্বর) রাতে ভূক্তভূগি আহত উজ্জ্বল কুমার মন্ডলের শ্বশুর শ্রী কৃষ্ণ চন্দ্র মন্ডল বাদী হয়ে বড়াইগ্রাম এ মামলা দায়ের করেন।
ভূক্তভূগি আহত উজ্জ্বল কুমার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর শ্মশানঘাট এলাকার বিশ্বনাথ মন্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের থাকতেন।
জানা গেছে, গত বুধবার(২১ নভেম্বর) বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য উজ্জ্বল বাড়িতে আসেন। অভিযোগ উঠে বিএনপির ৭/৮ জন নেতাকর্মীরা খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে এসে তার বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জলকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে চিকিৎসা দেওয়ার পর ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে গত বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় গতকাল রোববার(২৪ নভেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় নির্যাতিত আওয়ামীলীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। উজ্জলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এ নেতা। এ ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত মামলা করতে নির্দেশ দেন। পরে পুলিশ রাতেই মামলা গ্রহণ করেন এবং অভিযান চালিয়ে জড়িত অপরাধী জালাল ভূঁঞাকে গ্রেফতার করেন।
বড়াইগ্রাম থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় গত রাতে ভূক্তভূগি উজ্জলের শ্বশুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জড়িত একজনকে গ্রেফতার করেছে। জড়িত বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।