প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:১২ অপরাহ্ন
শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধান নষ্ট করতে এসে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, সীমান্তের এলাকাগুলোতে প্রতিনিয়তই বন্যহাতির তান্ডবে আমন ধানসহ নানা ফসল নষ্ট হচ্ছে। দিনে রাতে হাতির এই আক্রমন থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকেরা বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। যার ফলে ভয়ে হাতির দল কাছাকাছি খুব একটা আসে না। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাবার বাগান এলাকায় খাবারের সন্ধানে আমন খেতে হানা দেয় বন্যহাতির একটি দল। তখন খেতের পাশে থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়। এসময় দলের অন্যান্য হাতি তান্ডব লীলা চালিয়ে ঐ হাতির চারপাশ ঘিরে রাখে। পরে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতি উদ্ধার করে হাতিটিকে দাফন করে।
এই ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা শুক্রবার সরেজমিনে পদির্শন করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।