মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
পূর্বধলায় বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মালামাল লুটপাট এবং প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোছাঃ রোজিনা আক্তার (৪২) নামে ভুক্তভোগী নারী। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের সাইদুলের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০), ঝুমা (৩৯) ভুক্তভোগীর নিকটাত্মীয়। পারিবারিক বিরোধের জেরে উল্লিখিত লোকদ্বয় পূর্ব থেকেই মারধর ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর শনিবার রোজিনা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে পূর্বে কেনা ইট, নগদ ২৫০০০/- টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার সেট, ঘরে থাকা চাল, খাট, আসবাবপত্র সহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন তাদের শাস্তির দাবি জানান। 

এছাড়াও নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে রোজিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত এনামুল জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হবার হবে। এটি সামাজিকভাবে মিমাংসা সম্ভব নয়।

অভিযোগের বিষয়ে জানতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জনাব রিয়াদ মাহমুদ দৈনিক জবাবদিহিকে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft