বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
বকশীগঞ্জ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে গত ২৮ অক্টোবর সন্ধ্যা  চিকিৎসকদের ওপর হামলার ঘটনা হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। তবে সাধারণ রোগীদের কথা চিন্তা করে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, চিকিৎসকদের দাবির মুখে সরকারের ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণ রোগীদের প্রতি মানবিক দিক থেকে হাসপাতালে আগের মত পুরোদমে স্বাভাবিক কার্যক্রম চলবে। 

তিনি আরো বলেন, আসামিদে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে  কর্মবিরতী প্রত্যাহার করা হয়েছে । 

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার রাতে হামলা ও মারধরের ঘটনায় মঙ্গলবার সকালেই কাজ বন্ধ করে দেন  চিকিৎসক ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। 
আজ বুধবার (৩০ অক্টোবর)  চিকিৎসকদের কর্মবিরতী প্রত্যাহার হওয়াতে ভর্তিরত ও সেবা প্রার্থী রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। 

এবিষয়ে সেবা নেওয়া আসার রোগী উজির আলী বলেন, ডাক্তারদের এই কর্মবিরতীকে সাধুবাদ জানাই, আজ সকালে  হঠাৎ করে  আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে এসে তার চিকিৎসা নেই। 

অন্যদিকে সাধুরপাড়া থেকে আসা রোগী মো: মোবারক মিয়া জানান,গতকাল চিকিৎসার জন্য এসে কর্মবিরতীর জন্য ঘোরে যেতে হয়েছে আজ এসে চিকিৎসা পেলাম। তবে ডাক্তারদের কাজে ফিরে আশায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। 

ডাক্তার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে রোগী দেখতেছি। 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলা হওয়ার পর ১ জনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft