বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
তাড়াশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

আয়োজিত র‍্যালিতে যুব দলের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

আজ বুধবার বিকেলে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা যুব দলের নেতা-কর্মীরা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৪ ঘটিকার সময় বিভিন্ন ফেস্টুন, ব্যানার,জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ওই বর্ণাঢ্য র‍্যালি বের হয়। 

এসময় নেতা-কর্মীদেন বিভিন্ন শ্লোগান শ্লোগানে মূখরিত হয়ে ওঠে র‍্যালি।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আহবায়ক এফ এম শাহ আলম। 

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাজিব আহম্মেদ মাসুমের, যুগ্ন আহবায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ, সকল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ যুবদলের নেতা- কর্মীরা।
 
র‍্যালি শেষে যুবদল নেতা তাড়াশ উপজেলার শাখার আহবায়ক এফ এম শাহ আলম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ,  হিংসা বিদ্বেশ ভুলে গিয়ে আপনারা দলকে সুসংগঠিত করেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সর্বপরি দেশকে ভালবাসুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft