বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
রৌমারীতে স্মার্ট কার্ড বিতারণে অসদাচরণের অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

স্মার্ট কার্ড বিতরণে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে নির্বাচন অফিসের সাপোর্টিং গ্রুপের টেকনিশিয়ান মো.কল্লোল মিয়ার বিরুদ্ধে। 

এ বিষয়ে গতকাল উপজেলা নির্বাচন অফিসারের নিকট অভিযোগ দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রজব আলী।

গত সোমবার (২৮ অক্টোবর) বিকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময়ে এঘটনাটি ঘটে।

জানা গেছে, নির্বাচন অফিসারের নির্দেশ মতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যাদুরচর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন। বিকালের দিকে রাজিবপুর উপজেলার ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা মো. রজব আলী তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড উত্তোলনের জন্য যান। তিনি যাদুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নির্বাচন অফিসের সাপোর্ট গ্রুপের টিম লিডার টেকনিশিয়ান মো. কল্লোল মিয়া জাতীয় পরিচয়পত্রের মুল কার্ডটি দেখতে চান। 

এসময় জাতীয় পরিচয়পত্রে মুল কার্ডটি হারিয়েছে বলে জানান উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী। এ কথা বলার সাথে সাথে কল্লোল মিয়া রাগান্তিত হয়ে ওই ভূমি কর্মকর্তার ওপর উদ্দেশ্য করে অশালিন ভাষা ব্যবহার করেন। পরে ঘটনাটি মুহুর্তে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাচন অফিসার ঘটনাস্থলে যান এবং উপস্থিত সবাইকে শান্ত করেন। 

এছাড়াও সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করার একাধীক অভিযোগ রয়েছে কল্লোলের বিরুদ্ধে। 

ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী বলেন, আমার মুল কার্ডটি হারিয়ে গেছে। তাই কার্ডের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড তুলতে গেলে ওই টেকনিশিয়ান আমার সাথে খারাপ আচরণ করেন।

উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক জানান, টেকনিশিয়ানের বিরুদ্ধে এর আগেও একাধীক অভিযোগ পেয়েছি। বিষয়গুলো জেলা নির্বাচন অফিসারকে অবগত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft