বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

ফের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। ৩৫ প্রত্যাশীদের সমাবেশ সকাল সাড়ে ১০টার শুরু করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে কিছুটা দেরিতে শুরু হয়। শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন তারা।

এদিন শাহবাগ জাদুঘরের সামনে বিএনপির যুবদলের একটি সমাবেশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদেরকে টিএসসির দিকে সরে সমাবেশ করতে বলা হয়েছে।’

এ সময় ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাবেশের আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি।

‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, সরকারি চাকরির বয়স ৩৫ করতে হবে, করতে হবে’ বলে সমাবেশ থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা।    

৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একজন বলেন, আমাদের ২৪-এর অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মেধার ভিত্তিতে দেশ গঠন কিন্তু এখন দেখছি কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সব করা হচ্ছে।  

এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।  

আন্দোলনকারী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft