মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
রাশিয়ায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া: পেন্টাগন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়া ১০ হাজার সেনাকে রাশিয়াতে পাঠিয়েছে। এসব সেনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নামবে। এজন্য তারা এখন মস্কোতে প্রশিক্ষণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার (২৮ অক্টোবর) বলেন, উত্তর কোরিয়ার পাঠানো ১০ হাজার সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। এদের মধ্যে ৩ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছে রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং এ সম্পর্কে নজর রাখা হচ্ছে। 

রাশিয়াতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সংগঠনের জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এছাড়া মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সম্পর্ককে অবৈধ বলে মন্তব্য করেছেন। 

উত্তর কোরিয়ার সেনা পাঠানো নিয়ে মন্তব্য করেছেন ন্যাটার সেক্রেটারি জেনারেল মার্ক রুট। গতকাল সোমবার তিনি বলেন, এর ফলে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করবে। 

তিনি আরও বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সম্পর্ক ইন্দো প্যাসিফিক এবং ইউরো আটলান্টিক নিরাপত্তার জন্য হুমকি। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন। 

তবে রাশিয়ায় সেনা মোতায়েন নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও তিনি বলেন, এটি আন্তর্জাতিক নিয়ম মেনেই হবে। 

মস্কো এই প্রতিবেদনকে ভুয়া বললেও, রুশ পেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া থেকে সেনা নেয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। তিনি একে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft