প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
ফিলিস্তিনের উত্তর গাজার বেত লাহিয়া শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে, গাজায় শনিবার (১৯ অক্টোবর) গভীর রাত পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন।
গাজায় ইন্দোনেশীয় একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের প্রচণ্ড গোলাগুলির খবরের পরেই এই হামলা চালানো হয়। খবর আল জাজিরা।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইসরায়েলের বাহিনী বিবিসির কাছে দাবি করেছে, তারা হামাসের ‘লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়ায় বোমা হামলা চালালে কমপক্ষে ৩৩ জন নিহত হন। সেখানে শরণার্থীশিবিরও রয়েছে।
এদিকে শনিবার লেবাননের রাজধানী বৈরুতে কমপক্ষে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। হামলায় সেখানে কমপক্ষে একটি বহুতল ভবন পুরোপুরি ধসে গেছে। জবাবে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
গত এক বছরের বেশি ধরে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ হাজার ৫১৯ জন। আর আহত হয়েছেন অন্তত ৯৯ হাজার ৬৩৭ জন।