প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
পটুয়াখালী দশমিনা উপজেলায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী উপজেলার ৮০ নং দক্ষিন পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ও ০২ নং ওয়ার্ড গোলখালী গ্রামের বাবুল হওলাদরের ছেলে মো আবুবকর (১১)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে চুল কাটার পর বাবা- মায়ের সাথে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে আবুবকর মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবুবকরের বাবা বাবলু হাওলাদার জানান, ছেলেকে চুল কাটার জন্য দশমিনা নিয়ে যাই ফেরার পথে আকাশে বিদ্যুৎ চমকায় সাথে বজ্রপাত হচ্ছে আমি ও ওর মা পিছনে আবুবকর আগে আগে যাচ্ছে হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে আমার চোখে জুনি দেখি সামনে তাকিয়ে দেখি আবুবকর মাটিতে পরে আছে। কাছে গিয়ে দেখি আমার বাবার শ্বাস-নিশ্বাস চলেনা। আমাদের কান্না শুনে এলাকার লোক এসে আমার ছেলেকে বাড়ি নিয়ে আসে।
ইউপি সদস্য শাহজাহান বলেন, সকাল থেকে যেমন বিদ্যুৎ চমকায় তেমনি আকাশের ভাড়ি গর্জন। ঘটনার বিষয় শুনে ছুটে যাই গিয়ে শুনতে পারি বজ্রপাতে আবুবকর এর মৃত্যু হয়