মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার    ইসকন নেতাকে গ্রেফতরের প্রতিবাদে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির     সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘বিকল্প তহবিল’ আসছে    সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন   
রৌমারী সীমান্তে আট বাংলাদেশি আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

রৌমারী সীমান্তে আবারো বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে। ১৪ অক্টোবর সোমবার ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের ফরহাদ হোসেন (৩৫) ও জাকিরুল হক (৪৫), মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৮) ও সমশিল গ্রামের জামাল মল্লিাক (৬০), খগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮) পলিটিন গ্রামের রেজাউল শিকদার (২০), গামতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), স্বরণখোলা উপজেলার উত্তল তাফালবাড়ি গ্রামের রাশেল তালুকদার (৩২)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায় এবং শ্রমিক হিসেবে কাজ করতেন। আটককৃতরা গতকাল সোমবার দিনগত ভোররাতে ১০৬১ নং মেইন পিলার দিয়ে কাটাতারের বেড়ার ওপর দিয়ে চেরাইপথে বাংলাদেশের মোল্লারচর গ্রামে প্রবেশ করে। খবর পেয়ে মোল্লার চর ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ওই ৮ জনকে আটক করেন। এর আগে ১ অক্টোবর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বোয়ালমারী সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয় ভারতীয় বিএসএফ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, বিজিবি কর্তৃক আটক ব্যক্তিদের এখনও থানায় সোপর্দ করেনি। তবে শোনেছি ৮ জন ব্যক্তিকে আটক করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft