মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার    ইসকন নেতাকে গ্রেফতরের প্রতিবাদে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির     সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘বিকল্প তহবিল’ আসছে    সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন   
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তাকে গায়ে আগুন দিতে দেখা যায়।

স্যামুয়েল মেনা জুনিয়র নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নিজের বাম হাতে আগুন দিয়ে ওপরের দিকে তুলে ধরেন।  

ওই ব্যক্তিকে চিৎকার করে শুনতে বলা যায়, তিনি একজন সাংবাদিক। তিনি বলছিলেন, আমরা ভুল তথ্য ছড়াই। আমি একজন সাংবাদিক।  

পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং ওই এলাকা ঘিরে রাখে। এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত হননি তিনি।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ব্যক্তি সিবিএস-অধিভুক্ত সাংবাদিক। তিনি প্রতিষ্ঠানটিকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য দায়ী করছিলেন।  

৭ অক্টোবরের বছরপূর্তি সামনে রেখে বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন। গত বছরের এ দিনে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।  

বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবি করেন, যেখানে এক বছরে যুদ্ধ ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft