বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন

ঢাকা থেকে অপহৃত এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার  (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

উদ্ধাকৃত ৮ বছরের শিশুটির নাম মো: আব্দুল্লাহ আল জুবায়ের। তার পিতার নাম মো: হেলাল উদ্দিন। শিশুটি ৩০ সেপটেম্বর ঢাকার সোয়ারীঘাট এলাকা থেকে অপহৃত হয়। 

মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব-৮  জানায়, গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‍্যাব -৮ ও র‍্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, মোবাইল ফোনে পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশু জুবায়েরের মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী হৃদয় শিশুটিকে চিপস কিনে দিতে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‍্যাব-৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। গত শনিবার রাতে র‍্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে অপহৃত শিশু ও অপহরণকারী পিরোজপুরর মঠবাড়িয়া উজেলার আমড়াগাছিয়া গ্রামে অবস্থান করছে। ওই এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে র‍্যাব শিশুটিকে উদ্ধার করে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft