প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জালাল আহম্মেদ ফকিরের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তার নিজবাড়ি থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরে কর্তব্যরত সেনাবাহিনীর মেজর জাহিদ ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জালাল ফকিরের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই জালাল ফকির পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান জানান, যৌথবাহিনীর অভিযানে জালাল ফকিরের বাড়ি থেকে একটি পাইপগান নামক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জালাল ফকিরের নামে সদর থানায় চাঁদাবাজিসহ অপবাদ কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় বিষয়ে তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।