মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের   
এবার ইরানেও পাল্টা হামলা চালানো হবে: নেতানিয়াহু
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ১:৫৬ অপরাহ্ন

গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার প্রতিবাদে এবার ইরানেও পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

গতকাল শনিবার (৫ অক্টোবর) তিনি বলেন, পাল্টা হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এবং দ্রুতই এটি করা হবে। গতকাল তেল আবিবে অবস্থিত কিরিয়া সামরিক সদরদপ্তরে নেতানিয়াহু বলেন, বিশ্বের কোনো দেশই তার শহর এবং নাগরিকদের ওপর ইরানের এমন হামলা মেনে নেবে না। সুতরাং ইসরায়েলও নেবে না। 

গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলে ১৮০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় ইসরায়েলের বেশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। যার মধ্যে রয়েছে- বিমানঘাঁটিও। তবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় কোনো বিমান এবং স্থানপনার গুরুতর ক্ষতি হয়নি। হামলার পরও ইসরায়েল বিমান বাহিনী তাদের কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা রয়েছে। 

ইসরায়েলের দাবি, ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশ উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। যদিও এ হামলা ১ কোটি ইসরায়েলিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে কিছু বেসামরিক স্থাপনা ছাড়া বড় ধনের কোনো ক্ষতি হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনার মধ্যে একটি স্কুলও রয়েছে। 

শনিবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তাৎপর্যপূর্ণ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft