প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:১১ অপরাহ্ন
এক রাতেই ইউক্রেনের পাঠানো ১৪৪টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশে ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়।
কর্মকর্তারা জানান, এই ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়।
ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়ার জ্বালানি, সামরিক এবং পরিবহণ অবকাঠামোর উপর ড্রোন হামলা বৃদ্ধি করেছে কিয়েভ।