প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন
বরগুনার তালতলীতে জমি ও মাছের ঘের দখল চেষ্টার ঘটনায় দু'পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে আ. রব নামক এক ব্যাক্তি হাসপাতালে ভর্তি হয় এবং অপরপক্ষের সাইদুর রহমান নামের এক ব্যাক্তির পা ভাঙ্গাসহ ৩ জন গুরুতর আহত হয়।
উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, আ. রব আওয়ামী লীগের প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে সরকারি খাল ও খাস জমি দখল করেছেন। তার দখলদারত্ব থেকে বাদ পড়েনি প্রবাসী ভাতিজা ইব্রাহিম সুমনও। শুধু তাই নয়, বন বিভাগের একাধিক গাছ কর্তন ও গোপনে ক্রয়-বিক্রয়ের অভিযোগও তার বিরুদ্ধে বিরল। গত ৬ আগষ্ট মোস্তফা নামক এক লোকের মাছের ঘের দখল করতে গেলে সেখানে দু'পক্ষের মারামারির ঘটনা ঘটে।
এঘটনায় তাদের ২ পক্ষের পৃথক ২ টি মামলা (২১ আগস্ট) হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে উভয় পক্ষের মামলা এফআইআরের নির্দেশ দেয়।
ঘের মালিক মোস্তফা জানায়, গত ৬ আগষ্ট ১২ টার দিকে খবর পাই আমার ঘেরের মাছ শিকার এবং জোরপূর্বক বেদখল করতে যায় শাহিন এবং তার পিতা আ.রব সহ ৮-১০ জন। আমরা বাঁধা দিতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আঘাত করে। আমার মাছ শিকার করে নিয়ে যায়। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
এদিকে মারামারির ঘটনা অস্বীকার করে আ.রবের ছেলে শাহিন বলেন, আমরা কাউকে মারধর করিনি। এটা সম্পন্ন মিথ্যা। ওরা কোনো কারন ছাড়াই অহেতুক আমার বাবাকে বেড় দিয়ে মারধর করে ঘেরের কাছে ফেলে রেখেছে। আমরা মামলা করেছি ওরাও কাউন্টার মামলা করেছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, আদালতের নির্দেশে পৃথক ২ টি মামলা এফআইআর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।