প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
নাটোরের লালপুরে ভারি বর্ষণে মাটি ধসে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটে। পরে ওই ধসে যাওয়া রেললাইন সংস্কার কাজ করেন রেলকর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ রেল লাইন দেবে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে আব্দুলপুর-আজিমনগর ঘোষপাড়া ভাঙা নামক স্থানে রেল লাইনের নিচের মাটি ধসে যায়। এসময় রেললাইনের এক অংশের মাটি ধসে গেলে শুক্রবার দুপুর থেকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেলে ডাউন লাইন দিয়ে ট্রেন চালাচল করে। এ স্থানে ২০০৫ ও ২০০৭ সালে মাটি ধসে গেয়েছিল। পরে রেলকর্তৃপক্ষ রেললাইনটি পুনরায় কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। দীর্ঘ অনেক বছর পর আবার ভারি বর্ষণে এ স্থান ধসে যায়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, অতি বৃষ্টিপাতের কারণে রেললাইনের নিচের মাটি ধসে গিয়ে দেবে যায়। আমরা জানার পর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। রেললাইন মেরামত কাজ চলছে।