বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ভারী বর্ষণে দেবে গেল নাটরের রেললাইন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

নাটোরের লালপুরে ভারি বর্ষণে মাটি ধসে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটে। পরে ওই ধসে যাওয়া রেললাইন সংস্কার কাজ করেন রেলকর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ রেল লাইন দেবে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে আব্দুলপুর-আজিমনগর ঘোষপাড়া ভাঙা নামক স্থানে রেল লাইনের নিচের মাটি ধসে যায়। এসময় রেললাইনের এক অংশের মাটি ধসে গেলে শুক্রবার দুপুর থেকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেলে ডাউন লাইন দিয়ে ট্রেন চালাচল করে। এ স্থানে ২০০৫  ও ২০০৭ সালে মাটি ধসে গেয়েছিল। পরে রেলকর্তৃপক্ষ রেললাইনটি পুনরায় কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। দীর্ঘ অনেক বছর পর আবার ভারি বর্ষণে এ স্থান ধসে যায়। 

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার  জিয়া উদ্দিন বলেন, অতি বৃষ্টিপাতের কারণে রেললাইনের নিচের মাটি ধসে গিয়ে দেবে যায়। আমরা জানার পর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। রেললাইন মেরামত কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft