বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাজিরপুরে হিন্দুদের ওপর হামলার নির্দেশ দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, অডিও ভাইরাল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় হিন্দুদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব সমদ্দার (৪০)। তার নির্দেশ দেওয়ার একটি অডিও ক্লিপ এরই মধ্যে ভাইরাল হয়েছে। 

রাজীব উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 

তিনি একই ইউনিয়নের কবিরাজ বাড়ি গ্রামের অনিল সমদ্দারের ছেলে।

ভাইরাল হওয়া অডিও সূত্রে জানা গেছে, রাজীব উপজেলার সদর ইউনয়িনের কলাতলা গ্রামের বিএনপি কর্মী কাইয়ুম শেখকে কবিরাজ বাড়ি ও স্থানীয় হরিপাগলা গ্রামের হিন্দুদের দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের নির্দেশ দেন। ওই নির্দেশের কথোপকথন গত কয়েকদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন রাজীব সমদ্দার। 

তিনি জানান, ওই কথোপকথন তার নয়, তাকে ফাঁসাতে সুপার এডিট করা হয়েছে। 

ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে স্থানীয় হরিপাগলা ও কবিরাজ বাড়ি এলাকার বাজারে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাংশু সমদ্দারের দোকানসহ কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুর করা হয়। এসময় মারধর করা হয় ব্যবসায়ী হিমাংশু সমদ্দারকে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আলাউদ্দিন শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এ হামলা চালায়।  তবে আলাউদ্দিন শেখ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, আওয়ামী লীগের লোকজনের দোকানপাটে হামলা ও লুট হয়েছে। যাদের মধ্যে আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মী এবং সমর্থকও ছিলেন। লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আবার ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে। 

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অডিও রেকর্ডিংয়ের কথোপকথনটি শুনেছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft