বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ এর বাড়ী জ্বালিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙ্গেফেলা এবং অবমাননা করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগার। উক্ত অলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার। 

এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা- আবুল কালাম দাড়িয়া, মান্নান শেখ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, পরিমল চন্দ্র বিশ্বাস, নরেন্দ্র নাথ বাড়ৈ, নাছির উদ্দিন তালুকদার, ইউনুস আলী শেখ, মুক্তিযোদ্ধা প্রজন্ম- পলাশ সরদার, লুৎফর রহমান শেখ, কামাল হাওলাদার, কামরুল ইসলাম। 

অন্যদের মধ্যে- বীর মুক্তিযোদ্ধা- আলাউদ্দিন তালুকদার, আতিয়ার রহমান মোল্লা, মোমেলা বেগম, আব্দুর রাজ্জাক, সদানন্দ গাঙ্গুলী, সুধা রঞ্জন রায়, মতিয়ার রহমান শেখ। 

মুক্তিযোদ্ধা প্রজন্ম- শাহ আলম মিয়া, আনিস হাওলাার, লিটন খান, রাজীব হাওলাদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft