প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ এর বাড়ী জ্বালিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙ্গেফেলা এবং অবমাননা করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগার। উক্ত অলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার।
এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা- আবুল কালাম দাড়িয়া, মান্নান শেখ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, পরিমল চন্দ্র বিশ্বাস, নরেন্দ্র নাথ বাড়ৈ, নাছির উদ্দিন তালুকদার, ইউনুস আলী শেখ, মুক্তিযোদ্ধা প্রজন্ম- পলাশ সরদার, লুৎফর রহমান শেখ, কামাল হাওলাদার, কামরুল ইসলাম।
অন্যদের মধ্যে- বীর মুক্তিযোদ্ধা- আলাউদ্দিন তালুকদার, আতিয়ার রহমান মোল্লা, মোমেলা বেগম, আব্দুর রাজ্জাক, সদানন্দ গাঙ্গুলী, সুধা রঞ্জন রায়, মতিয়ার রহমান শেখ।
মুক্তিযোদ্ধা প্রজন্ম- শাহ আলম মিয়া, আনিস হাওলাার, লিটন খান, রাজীব হাওলাদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।