প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১:৫২ অপরাহ্ন
ঘন ভ্রু চেহারার সৌন্দর্য বাড়িয়ে তোলে। কিন্তু সবার ভ্রু ঘন ও পুরু হয় না। কারো কারো ভ্রু বেশ পাতলা হয়। দেখে মনে হয় ভ্রু নেই। যাদের ভ্রু পাতলা, তাদের মনের কোণে কিছুটা দুঃখ তো থাকেই। পেনসিল দিয়ে ভ্রু আঁকলেও, সেটি অন্যদের কাছে হাস্যকর হয়ে যায়। কেননা আঁকা ঠিকঠাক হয় না। দেখতেও বেশ মেকি লাগে। ভ্রু আঁকার ঝামেলায় না গিয়ে ঘরে বসেই ভ্রু ঘন ও কালো করার কিছু উপায় শিখে নিন।
যেভাবে ঘরে বসেই ঘন ভ্রু পাবেন:
ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল ভ্রু ঘন করতে সাহায্য করে। আঙুলে ক্যাস্টর অয়েল মাখিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে দিন। কুসুম গরম পানি ও ক্লিনজারের সাহায্যে ধুয়ে নিন।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস নতুন চুল গজাতে ভালো কাজ করে। ভ্রু ঘন করতেও এই রসের জুড়ি নেই। পেঁয়াজ ব্লেন্ড করে কিংবা থেতো করে রসটুকু বের করুন। এরপর তুলোর বলের সাহায্যে ভ্রুতে লাগান। শুকিয়ে গেলে আরও কয়েক প্রলেপ লাগাতে পারেন। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে ভ্রু ঘন হবে। তবে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ যদি চোখের চুলকানির কারণ হয়, তাহলে তা এড়িয়ে চলুন।
ঘৃতকুমারীর রস
পাতলা ভ্রু তে ঘৃতকুমারীর রস লাগাতে পারেন। কেননা নতুন চুল গজাতে এবং ভ্রু গজাতে এ রসে থাকা বিভিন্ন উপাদান সাহায্য করে।
বিভিন্ন ধরনের তেল
ভ্রু ঘন করার জন্য নারকেল তেল, অলিভ-আমন্ড-জলপাই তেল ম্যাসাজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে তেল মেখে ঘুমান। সকালে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকী
ভ্রু গজাতে আমলকীও ব্যবহার করতে পারেন। এজন্য আমলকী কুচি করে কেটে পানির সঙ্গে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ভ্রুতে লাগিয়ে রাখুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে উপকার মিলবে।
মেথির পেস্ট
ভ্রু’র যত্নে মেথির পেস্টও ব্যবহার করতে পারেন। এজন্য সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে ব্লেন্ড করে মেথি পেস্ট ভ্রুতে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।