প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গান গাওয়ার পাশাপাশি গান লিখেও থাকেন তিনি। তার কণ্ঠে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে। দেশের ছাত্রসমাজের আন্দোলনে তিনি ছিলেন রাজপথে। গেয়েছিলেন প্রতিবাদী গান।
এবার কলকাতার জন্য আওয়াজ তুললেন তিনি। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সায়ান। এ আন্দোলন এখন কলকাতা থেকে গোটা ভারত ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের তারকারাও নেমেছেন রাজপথে। বিষয়টি নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সায়ান।
‘জাস্টিস ফর আরজি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, যা এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন। শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত। মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন।