প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন
নড়াইলের কালিয়ায় একই বাড়ীতে দ্বিতীয়বার চুরির অভিযোগ উঠছে। গতকাল শনিবার (১০আগষ্ট) রাতের যে কোন এক সময় কালিয়া পৌর শহরের রামনগর গ্রামের তরুন সিকদারের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার (১০আগষ্ট) রাতের কোন এক সময় কালিয়া পৌর শহরের রামনগর গ্রামের তরুন সিকদারের বাড়ীর পশ্চিম পাশের টিনের ঘরের জালানার গ্রীল ভেঙ্গে চোরেরা ঘরের মধ্যে প্রবেশ করে। ষ্টীলের আলমীরা ও কাঠের ওয়ারড্রফের মধ্যে থাকা প্রায় ৬ ভরির মত স্বর্ণের বিভিন্ন মালামাল, মুক্তার সেট, নগদ ২৩হাজার টাকা, ল্যাপটপ, শাল (চাদর) সর্বমোট ৮ থেকে ৯ লাখ টাকার মত মালামাল চুরি বা লুট করে নিয়ে যায়।
কালিয়া থানা পুলিশ কর্মবিরতিতে থাকার কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নড়াইলের পুলিশ সুপারের বরাবর রামনগর গ্রামের তরুন সিকদারের স্ত্রী রিক্তা সিকদার রোববার ডাকঘরের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। মহা-পুলিশ পরিদর্শক ঢাকা, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনাসহ বিভিন্ন দফতরে এ অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। গত মাসের ১২জুলাই রাতে একই ভিটাতে বসবাসকারী তপন সিকদারের বাসভবনে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। প্রায় ১২লাখ টাকার মালামাল চুরি বা লুট করে নেয়ার অভিযোগ রয়েছে।