প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ২ ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। রবিবার (৯ আগষ্ট) উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ১, হেলাল উদ্দিন (৩২) তিনি টোক নয়ন গ্রামের পিতা মৃত হজরত আলীর ছেলে, ২, মো: মোরশেদ আলম (৪২) পিতা আ: মজিদ ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, বিগত ২০১৬ সাল থেকে ৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল এরই জের ধরে আজ সকাল আনুমানিক সারে ৮টার দিকে প্রতিপক্ষ ফজলুল হক, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম ও রাতুল আমাকে বাড়ি থেকে ডেকে এনে ঐ জমির উপর গরুর ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডার এক পর্যায়ে উপরে উল্লেখ্য ৪জন এলোপাতাড়ি দেশীয় অস্র ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর আহত হন, তারই মামাত ভাই মোরশেদ আলম তাকে বাঁচাতে এলে হকিষ্টিক দিয়ে তাকে-ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সটকে পড়েন। আহতরা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যবসায়ী হেলাল উদ্দিন নিরাপত্তা ও বাড়ি রক্ষার জন্য কাপাসিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আ: জলিল বলেন আহত হেলাল উদ্দিন মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবুবকর মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।