প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে সোনা মিয়া মোল্যার মুদি দোকানের গোডাউনে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (৯ আগষ্ট) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ সময় পার্শ্ববর্তী কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সোনা মিয়া মোল্লা উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের মৃত মোবারেক মোল্লার ছেলে।
ভুক্তভোগী সোনা মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মুদি দোকান ও গোডাউন তালা মেরে প্রতিদিনের মত বাড়ীতে চলে যান। শুক্রবার ভোর ৫ টার দিকে বাজারের লোকজন তাকে ফোন করে জানায় গোডাউনে আগুন লেগেছে। বাজারে এসে দেখেন স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তীতে কালিয়া ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে পুঁড়ে প্রায় অনুমান ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।