প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনের সময় বাস ও সরকারি অফিসে ভাংচুরের অভিযোগে মাদারীপুর সদর থানায় দায়ের মামলায় গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে।
আজ শনিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী এই আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন– মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে মাজহারুল ইসলাম শিকদার, পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে নূর আলম সরদার এবং শহরের সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী।
গ্রেপ্তার শিক্ষার্থীদের আইনজীবি মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মাদারীপুর সদর থানায় দায়ের হওয়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় দুটি পৃথক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় তিন এইচএসসি পরীক্ষার্থী। গ্রেপ্তার মাজহারুল ইসলাম শিকদার ও নূর আলমকারাগারে আসে ১৮ জুলাই এবং তানভীর আসে ১৯ জুলাই। আসামিরা পরীক্ষার্থী হওয়ায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।’
আজ বিকেলের মধ্যেই জামিননামা জেলা কারাগারে পৌঁছালে শিক্ষার্থীরা কারাগার থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেল সুপার তুহিন কান্তি খান।