প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের পুুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল দুজনেই সকাল ৯ টার দিকে খেলতে ঘর থেকে বের হয়। অনেক সময় তাদের বাবা মা তাদেরকে দেখতে না পেয়ে খোজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন। উভয়ের লাশ পুকুরে পেয়ে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, তারা খেলতে গিয়ে গায়ে কাদা লাগায় ধুতে পুকুরে যায়। এসময় পড়ে গিয়ে মুত্যু হতে পারে বলে তার ধারনা। তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের মো: ইউসুফ ও মো: আব্দুল খালেকের কন্যা।