বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
দ্রুত সময়ের মধ্যে পর্যটক ভ্রমনের দ্বার উন্মুক্ত হচ্ছে: ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

এক সপ্তাহের মধ্যে বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমনের সকল দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। 

আজ বুধবার বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সভাকক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের সাথে এই জেলার বিপুল জনগোষ্ঠির অর্থনৈতিক কর্মকান্ড জড়িত। পর্যটকদের ভ্রমন নিরুৎসাহিত করার কারনে বান্দরবানের পর্যটন শিল্প বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানে পর্যটক ভ্রমনে নতুন কোনও বাঁধা থাকবে না।

এসময় তিনি আরো বলেন, আমরা স্থানীয় পর্যটন শিল্পের সাথে জড়িতদের সাথে মতবিনিময় করেছি। দ্রুত যাতে সব কয়টি উপজেলায় পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া সে প্রত্যাশা নিয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। 

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এসময় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের (জিএসও-টু) মেজর মো.শায়েখউজ জামান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো.সিরাজুল ইসলামসহ সরকারী বেসরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনরা এসময় উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে বান্দরবান পর্যটন পেশাজীবি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।ভাত দেন নাহয় পর্যটন খুলে দিন শীর্ষক দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft