মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
মানিকগঞ্জে আ. লীগ নেতা টিন সালাম গ্রেপ্তার
মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে টিন সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ শহরের পেড়রা এলাকার আশা টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ওরফে টিন সালাম মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মানিকগঞ্জ শহরে টিন ও টাইলসসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন।

পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর নির্দেশনায় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করে প্রেটোল দিয়ে অফিস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন তারা। পরে এঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মুরাদ হোসেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০জনের নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোড়রা এলাকার আশা টাওযারের নিজ বাসা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft