মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
নালিতাবাড়িতে প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিনের নেতৃত্বাধীন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও শহর বিএনপি‌।

৩০ অক্টোবর বুধবার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করা হয়। শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ভিপি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।

গত ২৮ অক্টোবর সোমবার জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিনের নেতৃত্বাধীন সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত ইউএনও ও এসিল্যান্ডের অপসারণের দাবিও বিএনপির কোন দলীয় সিদ্ধান্ত নয় বলে জানানো হয়। 

এসময় সোমবারের বিএনপির একাংশের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন কাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে সব সময় সহযোগিতা করবেন বলে জানানো হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, দুলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, ছাত্রদলের সভাপতি আপন সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, করুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এবিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার সংবাদ সম্মেলন সঠিক ছিল। আমি এককভাবে কোন সিদ্ধান্ত নেইনি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে আমরা তাদের অপসারণ চেয়েছি। আজকে দলের আরেক অংশের সংবাদ সম্মেলনটি ভিত্তিহীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft