প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাসা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় সেলের তালা ভেঙে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদী পালিয়ে যায়। এর পর থেকে র্যাব পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
২০২২ সালে সিলেটে অভিযান চলিয়ে মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারের পর ফারুক জানান, ২০১৩ সালে সালে নুরালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান তিনি। সেখানে চাকরি করা অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তিনি।
নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারবন্দি ছিলেন ফারুক। জেলা কারাগারের ৪ নং সেলে আরো তিন জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলীম, ও মঈনুদ্দিনের সঙ্গে একই সেলে থাকতেন ফারুক। র্যাব জানিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।