বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
নাটোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসাদুল ইসলামের (৪২) বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৪ জুলাই) দিনগত রাত ১১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আশিক ইসলাম ও গৃহবধূর ভাই রমজান আলী এ অভিযোগ করেন।

নিহত গৃহবধূ রুবিয়া খাতুন (৩৮) একই এলাকার আসাদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা আনার জন্য স্বামী আসাদুল বিভিন্ন সময় গৃহবধূ রুবিয়া খাতুনকে চাপ দিতো। টাকার জন্য মাঝে মধ্য তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। কিন্তু গৃহবধূ টাকা এনে না দেওয়ায় মঙ্গলবার রাতে তাকে বেদম মারধর করে তার স্বামী। এসময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানা পুলিশের কর্মকর্তা ওসি শফিউল আযম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft