প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো: জসীমউদ্দিন নতুনের ডাকে আজ সোমবার দুপুরে সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অপমানজনক বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটা থেকে ক্যাম্পাসের লিপু'স ক্যান্টিনের সামনে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।
তারা মিছিলে শ্লোগান দেয়- 'কে বলেছে রাজাকার, ধিক্কার ধিক্কার'। মিছিলে উত্তাল বশেমুরবিপ্রবি যেন অচেনা এক ক্যাম্পাস হয়ে ওঠে। শিক্ষার্থীরা এতোটা হার্ডলাইনে যেতে পারে তা ছিলো স্বাভাবিকভাবে চিন্তার বাইরে। বাঁধ ভাঙা জোয়ারের মতো সাধারন শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়।
শিক্ষার্থীদের কয়েকজনের হাতে লেখা প্লাকার্ড দেখা গেছে যাতে লেখা ছিলো "বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই"। শিক্ষার্থীদের অবস্থান দেশে চলমান জাতীয় রাজনীতির বাইরে তা সময়ে সময়ে স্পষ্ট হয়ে ওঠে।
আবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তার অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবী জানায় যা যথার্থই পক্ষপাতদুষ্ট বলে সুস্পষ্ট হয়ে ওঠে।