বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
ঢাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৫ জুলাই) বিকেল তিনটার দিকে কোটা আন্দোলনকারীরা টিএসসি থেকে মিছিল নিয়ে ভিসি চত্বরে এসে অবস্থান নেন। অপরদিকে মল চত্বরে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরুতে দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে।

এভাবে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তিনটা ৪০ মিনিটের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ধাওয়া দেয় কোটা আন্দোলনকারীদের। সে সময় আন্দোলনকারীরা ভিসি চত্বর থেকে দৌড়ে অন্যদিকে চলে যান। তারপর থেকে এখন পর্যন্ত ভিসি চত্বরের নিয়ন্ত্রণ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে।

নেতাকর্মীরা যখন ভিসি চত্বরে অবস্থান নেন, তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিসি চত্বরে অবস্থান নেন। সে সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’।

চারটার দিকে এ প্রতিবেদন লেখার সময় ভিসি চত্বরে নেতাকর্মীদের অবস্থান থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি ছিল না।

যদিও পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নেন। বিকেল চারটার পর থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসির সামনে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে চারটার সময় দেখা যায়, টিএসসি পুরোপুরি ছাত্রলীগের দখলে। আর ভিসি চত্বর থেকে ধাওয়া খেয়ে কোটা আন্দোলনকারীরা পলাশীর দিকে অবস্থান নিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft