বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাটোরে চিরকুট লিখে ৩৬ মিটার চুরি
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে চিরকুট লিখে ৩৬টি মিটার চুরির ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল- ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন’। চিরকুটে থাকা নম্বরে গ্রহকরা ফোন করলে বিকাশ ও নগদ নম্বরে টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পর মিটার কোথায় পাওয়া যাবে তা বলা হবে বলে জানানো হয়।

আজ শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে উপজেলা গারিষাপাড়া, গোপালের মোড়সহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৩৬টি বৈদুতিক মিটার চুরি হওয়ার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার গারিষাপাড়া, গোপালের মোড়সহ বেশ কয়েকটি এলাকার চাতাল, মিল, কারখানার ও বাড়ির প্রায় ৩৬টি বৈদুতিক মিটার চুরি হয়। চুরি হওয়া মিটারের পাশে চিরকুট লিখে যায় চোর। সেই নাম্বারে চুরি হওয়া মিটার ফেরত পেতে ভূক্তভোগীরা কল করলে তাদের কাছে চাঁদা দাবী করা হয়। টাকা পাঠালে চুরি হওয়া মিটার নিদিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে বলে জানান।

গারিষাপাড়া এলাকার চাতাল ব্যবসায়ী মো. হাবিবুর রহমান জানান, আজ সকালে চাতালে এসে দেখেন তার মিটার নেই। তবে মিটারের নিচে পলিথিনে মুড়িয়ে থাকা একটি চিরকুট দেখতে পান তিনি। চিরকুটের ভেতরে একটি কাগজে লেখা ছিল, ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন’। নিচের নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। 

আরেক চাতাল মালিক রবিউল করিম জানান, মিটার চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে চাতাল ব্যবসায়ী, মিল কারখানা ব্যবসায়ীদের কাছ থেকে মিটার চুরি করে বিকাশে ৪/৫ হাজার টাকা নিয়ে মিটার ফেরত দেয়। তার মিটার আগেও একবার চুরি হয়েছিলো। মিটারের নিচে রেখে যাওয়া নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেয়। সেই নম্বরে আগেও ৪ হাজার টাকা পাঠিয়েছিলেন। তারপর চোরের দেওয়া তথ্যমতে, নদী তীরবর্তী স্থান থেকে মিটার সংগ্রহ করেছিলাম। 

গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft