প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে পুকুর নিয়ে সংঘর্ষে আহত হয়ে ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক সরকার (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
গতকাল রোববার(৩০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশিক সরকার(২২) উপজেলার চান্দাই গ্রামের মিরন সরকারের ছেলে এবং তিনি চান্দাই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে মাছ মেরে নেওয়ার জেরে গত শনিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার করিম খাঁর মোড়ে মিরনের লোকজন গিয়ে সাহেব আলীর ছেলে সাকিবকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকারসহ দু-পক্ষের অন্তত ৯/১০ জন আহত হন। পরে গুরুতর রক্তাত্ত অবস্থায় আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে আশিকের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি শফিউল আজম খান বলেন, এ ঘটনায় দু-পক্ষ থেকে থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। অনেকে আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল চিকিৎসাধীন অবস্থায় আশিক নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ মামলায় বাকী আসামিদের গ্রেফতারে অভিযানে রয়েছে বলে তিনি জানান।