প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
ঝিনাইদহে ফাতেমা নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। এ সময় তার পুত্রবধূর গলায় ছুরিকাঘাত করেছে তারা।
আজ শুক্রবার ভাের রাতে সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর অভিযুক্ত ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের আবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশ থাকেন। তার বাড়িতে স্ত্রী ও পুত্রবধূ থাকে। এ সুযােগে গত রাতে দুজন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে আবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার পুত্রবধূর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে পুত্রবধূ বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশক খবর দিলে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে।
আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আটককৃতরা হলাে- দুর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হােসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ডাকাতিকালে বাধা দেয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে।