প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শুক্রবার ভোররাতে ভারতের দিল্লির হানিয়া রাজ্যে জম্মু জাতীয় মহাসড়কে ট্রাক ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৫ জন।
মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থযাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবী যাচ্ছিল। উত্তরপ্রদেশ থেকে রওনা হওয়া বাসটি ভোররাতে আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
জানা গেছে, আহতদের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন জানান, চালক মাতাল ছিলেন এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রাজ্য পুলিশ বলছে, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।