বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১০
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৪১ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করে মাদক সেবনের দায়ে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৮ জনকে  মাদক সেবনের সময় আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। অপর দুজনকে  আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পূর্ব জালালপুর গ্রামের হামিদ পালোয়ানের ছেলে বাচ্চু পালোয়ান, একই গ্রামের মৃত সমেসের ছেলে আশিক মিয়া ও মৃত আইয়ুব আলীর ছেলে রেজাউল করিম, ঘোড়াঘাট আজাদমোড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাসুদুর রহমান ও এসকে বাজার এলাকার সেকেন্দার আজমের ছেলে আশরাফুল ইসলাম। 

অপর ৩ জন হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত গোলাপ মহন্তের ছেলে লিটন মোহন্ত, একই উপজেলার জাইতুরবালা গ্রামের মৃত আমানুল্লাহর ছেলে নজরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনসহ মোট ১০ জন আসামীকে শনিবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দিনাজপুর   আটক   কারাদণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft