প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, তাইওয়ানের পার্লামেন্টে সংস্কার বিল নিয়ে এমপিদের মধ্যে মারামারি হয়েছে। স্বশাসিত দ্বীপটির বিরোধীদলের এমপিরা পার্লামেন্ট সদস্যদের আরও ক্ষমতা দেওয়ার জন্য বিল উত্থাপন করেছিলেন। তবে এ বিল আটকে দেওয়ার চেষ্টা করে ক্ষমতাসীন দল। এ নিয়ে দুই দলের মধ্যে মারামারি লেগে যায়।
পার্লামেন্টে এমপিদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগে কয়েকজন এমপি পার্লামেন্ট কক্ষের বাইরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একে অন্যকে ধাক্কা দেন। এরপর তারা স্পিকারের আসনের চারপাশ ঘিরে ধরেন। এ সময় কেউ কেউ টেবিলের ওপর উঠে পড়েন। আবার কেউ কেউ সহকর্মীদের ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের স্পিকার হান কো-ইয়ু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ক্ষমতাসীন দল ডিপিপি বিলটি আটকে দেওয়ার নীতি অবলম্বন করে। তবে বিরোধীদলগুলোও তাদের অবস্থান ধরে রাখে।
তাইওয়ানে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। আগামী সোমবার তার দয়িত্ব গ্রহণের কথা রয়েছে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি লাই চিংয়ের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। ফলে সরকার গঠনে অন্য ছোট দলগুলোর সঙ্গে জোটের চেষ্টা করছে তারা।
তাইওয়ানের এমন পরিস্থিতির মধ্যে পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব করেছে বিরোধীরা। সেই সংস্কার প্রস্তাব ঘিরেই এ হাতাহাতির ঘটনা ঘটেছে।