প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি।
শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। তবে সব যাত্রী নিরাপদে আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন ও বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়।