মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:২৪ অপরাহ্ন

প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনর ভোট সম্পন্ন হয়েছে।বুধবার(৮ মে)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। 

এতে উপজেলা চেয়ারম্যান পদে আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) প্রতীকে ২৭ হাজার ২ শত ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস পারভেজ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট। এ পদে বাতিলকৃক (অবৈধ)ভোটার সংখ্যা ১ হাজার ৯শত ৮১। 

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ২৩ হাজার ৫ শত ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাক্কারুল ইসলাম পেলব (মাইক) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২শত ৬ ভোট। এ পদে বাতিলকৃত (অবৈধ)ভোটার সংখ্যা ৩ হাজার ৮৯। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা ছিদ্দিকা (পদ্ম ফুল) প্রতীকে ৫৩ হাজার ৩ শত ৬০ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা বেগম(হাঁস) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩ শত ৩৬ ভোট। এ পদে বাতিলকৃত(অবৈধ)ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৮৯। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা-২ লাখ ২৭ হাজার ৯শত ৭০ জন। 

ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা হলরুমে রাত প্রায় ১০টায় বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শুভ কুমার সরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft