বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তৃনমূলের সংবাদকর্মী থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী
পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহীন একজন তৃনমূলের সংবাদ কর্মী ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের নাজিরপুর উপজেলা প্রতিনিধি ও বেসরকারী টিভি চ্যানেল দেশ টিভি ও পরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ছিলেন। 

জানা গেছে, প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (০৮ মে) ইভিএমএর মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯,২৭৯ ভোট পেয়ে  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই উপজেলার দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার ঘোড়া প্রতীক নিয়ে ১৮,৮৪৮ ভোট পেয়েছেন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহিন একজন প্রকৌশলী ও বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ছিলেন আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক। 

১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে তার বড় ভাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল বাশার ও মেঝো ভাই মো. নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে নাজিরপুরে প্রথম মিছিল অনুষ্ঠিত হয়। 

এস.এম নুরে অলম সিদ্দিকী শাহিন বলেন, তিনি সাধারন মানুষের ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft