প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে হৃদয় নামে ১৪ বছরের এক শিশু বিদ্যুৎস্পর্শে মারা গেছে। আজ রবিবার দুপুরে ওই স্টেডিয়ামের ছাদ থেকে ফুটবল আনতে গিয়ে সে বিদ্যুৎ স্পর্শে মারা যায় হৃদয়।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। হৃদয়ের মৃত্যুতে তার পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্টেডিয়ামের ছাদে থাকা বিদ্যুতের তারটি সরানোর দাবি জানানো হয়েছে। হৃদয় ক্ষুদে হারিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
চম্পকনগর পুলিশ ক্যাম্পের এসআই মো. ইব্রাহিম জানান, ওই শিশুটি কয়েকজনকে নিয়ে মাঠে ফুটবল নিয়ে খেলা করছিলো। এ সময় তাদের ফুটবলটি ছাদে আটকে যায়। ছাদ থেকে ফুটবল আনতে গিয়ে সেখানে থাকা বিদ্যুতের তারে আটকে হৃদয় মারা যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার দীন ইসলাম জানান, স্টেডিয়ামের একটি ভবনের উপর বিদ্যুতের তার ছিলো। তারটি বেশ নিচু। ধারণা করা হচ্ছে হৃদয় ওই তার পেরিয়ে যাওয়ার সময় পড়ে যায়। ছাদে পানিও ছিলো। যে কারণে সে সহজেই বিদ্যুৎস্পর্শে মারা যায়।