বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মারা গেছেন সুরকার ও গীতিকার সৈয়দ মহিউদ্দিন
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতিমান এ সংগীত সাধক মহি আল ভান্ডারী নামেও পরিচিত ছিলেন।

সৈয়দ মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (৭ এপ্রিল) সকাল ১০টায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ জোহর কাতালগঞ্জের কাতালপির মসজিদে তার জানাজা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ১৩ মার্চ স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তিনবার স্ট্রোক করেন। এর আগে ২০১৫ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের ডিসি হিলে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ থেকে নামার সময় পা পিছলে পড়ে যান। সেই সময় বাম হাত ও বাম পা ভেঙে যায়।

সৈয়দ মহিউদ্দিন আশির দশকের প্রথম দিকে বাংলাদেশ বেতার চট্টগাম কেন্দ্রে আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। আশির দশকে তার লেখা ও সুর করা ‘অ জেডা ফইরার বাপ’ গানে কণ্ঠ দেন আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণব। এটি বিটিভিতে প্রচারিত হওয়ার পরপরই তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft