প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ) এর মাজারে শুরু হয়েছে ৫৫০ বছর পুরানো ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী মেলা। শনিবার (২৩ মার্চ) ফজরের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে মেলা শুরু হয়। যা চলবে আগামী সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত।
বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলায় দেশি-বিদেশি কয়েক লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে দোকান বসাচ্ছেন দোকানিরা। রমজান মাস হওয়ায় বিকেল থেকে মেলা প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠবে বলে জানান দোকানিরা।
বাগেরহাট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তিন দিনের এ মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা আমাদের ইউনিটের ফোন নম্বর দেওয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি।
এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের নম্বর রয়েছে, কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যাবেন। মেলার এ তিনদিন সার্বক্ষণিক মাজারে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।
মাজারের প্রধান খাদেম শের আলী ফকির জানান, অতীতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে ভক্তদের সমাগম হতো। অনেকেই আসতেন মানত দিতে, যা সময়ের সঙ্গে সঙ্গে মেলায় রূপ নিয়েছে।