প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভরসা ও আস্থা অর্জন করেছেন বলে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী দিনেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আস্থার জায়গাটা ধরে রাখতে হবে।
শনিবার (২৩ মার্চ) রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপির সদস্যদের ইফতার ও দোয়া মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ সদস্যদের চিকিৎসাসহ যে কোনো সমস্যায় যা করা দরকার তাই করা হবে। আমরা তাদের সমস্যা সমাধান করে যাচ্ছি। এর প্রতিফলনও আমরা পাচ্ছি। বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তারা তাদের দায়িত্ব যেভাবে পেশাদারত্বের সঙ্গে পালন করছেন, তাতে আমরা গর্ববোধ করি।
আইজিপি বলেন, আসন্ন ঈদে শুধু ঢাকা শহর নয়, সারাদেশের মানুষ যখন তাদের গ্রামের বাড়িতে যায়, তখন আমরা নিরাপত্তা দিয়ে থাকি; যাতে দেশের মানুষ ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারেন।