প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:১০ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ লালন নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।
শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স ২৪ বছর।
নিহত লালন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা বেতুয়া গ্রামের ময়নাল হকের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৭-নম্বর বেডে মৃত্যু হয় লালনের। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো।